Site icon Jamuna Television

ম্যান ইউনাইটেডকে কেনার ৫ বিলিয়ন পাউন্ডের দৌড়ে সৌদিদের আগমন

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তনের সময়সীমা যখন শেষ দিকে, তখনই প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের এই লড়াইয়ে সৌদি বিনিয়োগকারীদের আগমনের খবর জানিয়েছে গোল ডটকম। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ইংলিশ ক্লাবকে কিনে নেয়ার ব্যাপারে আগ্রহী বেশ কয়েকটি বিনিয়োগ গ্রুপকে এরই মধ্যে দেখা গেছে। তার মধ্যে মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটি বিনিয়োগ গোষ্ঠীও রয়েছে।

রেড ডেভিলদের মালিকানায় থাকা গ্লেজার পরিবার আগেই জানিয়েছিল, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার আগেই ম্যানচেষ্টার ইউনাইটেডকে ক্রয়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব জানাতে হবে। এরই মধ্যে ইংল্যান্ডের ইতিহাসে সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে অনেকেই। স্যার জিম র‍্যাটক্লিফও আছেন সেই তালিকায়। ইংল্যান্ডের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধনকুবের ও টুইটার মালিক ইলন মাস্কও নাকি কিনতে চাইছেন ম্যান ইউনাইটেডকে।

সবশেষ দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ভিত্তিক কয়েকটি বিনিয়োগ গোষ্ঠীও এ সম্পর্কে খোঁজ খবর করে নাম লিখিয়েছে ক্লাবের মালিকানা কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। লন্ডনের ক্লাব চেলসি কেনার সময়ও সৌদি বিনিয়োগকারীদের আগ্রহের কথা শোনা গিয়েছিল। এছাড়া, নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার মাধ্যমে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ৫১৫ বিলিয়ন পাউন্ডের প্রকল্প এখন চলছে ইংল্যান্ডে।

এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক বিনিয়োগ গোষ্ঠী। তবে সেবার তারা জানতে পারে, গ্লেজার পরিবার কেবল ক্লাবটির ২০ শতাংশের মালিকানা বিক্রয়ের জন্য ক্রেতা খুঁজছে। তবে, পরিবারটি এবার পুরোপুরিই রেড ডেভিলদের মালিকানা বিক্রি করে দিতে চায়। সে জন্য ক্রেতাকে গুনতে হবে ৫ বিলিয়ন পাউন্ড বা, ৬ বিলিয়ন ইউএস ডলার।

আরও পড়ুন: বার্সার বিরুদ্ধে রেফারি কমিটির কর্মকর্তাকে অর্থ প্রদানের অভিযোগ

/এম ই

Exit mobile version