Site icon Jamuna Television

পঞ্চম শ্রেনির ছাত্রীকে যৌন হয়রানি করায় ৬ মাসের জেল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শফি খান (৪৫) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শফি খান উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত্যু হানেফ খানের ছেলে। শফি খান বিবাহিত ও দুই সন্তানের জনক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ জুলাই) সকালে সদর ইউনিয়নের পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে যৌন হয়রানি করে শফিক। আজ শনিবার সকাল ৬ টার দিকে একই উদ্দেশ্যে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার রাস্তায় ওৎ পেতে থাকে সে। পরে মেয়েটিকে দেখে সে ঘটনার পূনরাবৃত্তি ঘটাতে গেলে স্থানীয় জনগনের হাতে ধরা পরে এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ শফিকে আটক করে  ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আদালত দণ্ড বিধি ১৮৬০ এর ধারা ৬০৯ মোতাবেক অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়।

Exit mobile version