Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধ, সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সিরাজদিখান-শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চরগুলগুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে শরীফুল হোসেন ফালান মিয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) চরগুলগুলিয়া গ্রামে ঘটে এ ঘটনা। এদিন দুপুরে ঢাকা মিডফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরীফুল হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফুল চরগুলগুলিয়া গ্রমের আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, জমি নিয়ে ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে একই এলাকার সাহাজামালের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় শরীফুল হোসেন ফালান মিয়াসহ ৫ জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ শরীফুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি, এ. কে. এম. মিজানুল হক বলেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এসজেড/

Exit mobile version