Site icon Jamuna Television

আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল

ফাইল ছবি

নিজেদের ব্যার্থতায় আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপীবাগে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের ভোটে নয়, ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

এ সময় পাহারা দিয়ে আন্দোলন ঠেকাতে পারবে না উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে গেছে। নেতাদের জেলে পাঠিয়ে বিএনপিকে আটকে রাখতে পারছে না।

ক্ষমতায় টিকে থাকতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এনএএস

Exit mobile version