Site icon Jamuna Television

সংকটে পাশে থাকায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সহায়তা চাইলো তুরস্ক

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ পাশে থাকায় দেশটির ঢাকাস্থ দূতাবাস ধন্যবাদ জানিয়েছে সরকারকে। সংকটময় সময়ে বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে সহায়তা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে তুরস্কের জন্য সহায়তা কর্মসূচির উদ্ধোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত রামিস সেন। এই দুর্যোগের সময় তুরস্কের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। www.together forturkiye.com – এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববাসীর কাছে সহায়তাও চান রামিস সেন। এই ত্রাণ কর্মসূচিতে যে অর্থ আসবে তা দিয়ে তুরস্কের মানুষের চিকিৎসা, শীতবস্ত্র ও সেবায় ব্যয় করা হবে বলে জানান তুরস্কের রাষ্ট্রদূত।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ হতে দেশের সব ক’টি অঞ্চল থেকে সহযোগিতা সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে এজন্য আমি আমার দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

/এম ই

Exit mobile version