Site icon Jamuna Television

কবিরাজি চিকিৎসা দেয়ার নামে গৃহবধূকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ, গ্রেফতার কবিরাজ

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে কবিরাজি চিকিৎসা দেয়ার নামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত কবিরাজ আলাল উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এলাকার এক ভুট্টা ক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার আলাল উদ্দিন উপজেলার জয়নগর গ্রামের মৃত জহর বয়াতির ছেলে। তিনি এলাকায় কৃষি কাজের পাশাপাশি কবিরাজি চিকিৎসা করেন।

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, ১৪ মাস বয়সী তার একমাত্র মেয়ে কয়েকদিন ধরে পাতলা পায়খানা ও বমিজনিত রোগে ভুগছিলো। এজন্য তার দুঃসম্পর্কের মামা আলাল উদ্দিনের কাছে যান তিনি। আলাল তাকে জানান মেয়েকে পানি পড়া দেয়াসহ কবিরাজি চিকিৎসা ধারানি দিতে হবে। এ কারণে বৃহস্পতিবার রাত দুইটার দিকে আলাল তাদের বাড়িতে আসে। এরপর তার স্ত্রী ও মেয়েকে ধারানি দেয়ার জন্য গ্রামের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। এসময় কবিরাজ তার ব্যবহৃত মোটরসাইকেল পাহারা দেয়ার কথা বলে স্বামী ও মেয়েকে দাঁড় করিয়ে রেখে স্ত্রীকে নিয়ে পুকুর পাড়ে যায়। এরপর রাত তিনটার দিকে অন্ধকারে সুকৌশলে গৃহবধূকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে গৃহবধূর স্বামী ও কন্যাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেয়া হয়। ধর্ষণের পর কবিরাজ ওই গৃহবধূকে পুকুরের পানিতে গোসল করতে বলেন। গোসলের পর তার পরনের কাপড় চোপড় পানিতে ফেলে দেয়া হয়। পরে ওই গৃহবধূ বাড়িতে ফিরে স্বামীর কাছে ধর্ষণের ঘটনা জানায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় আসেন এক যুবক।এরপর নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর মামলার একমাত্র আসামি আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এটিএম/

Exit mobile version