
শীতকালে বাতাসের আদ্রতা কমে যাওয়ায় ত্বক হয়ে ওঠে রুক্ষ। এ রুক্ষতা কাটাতে বাজারে রয়েছে নানা নামিদামি ব্রান্ডের প্রসাধনী। তবে আগের দিনে নানী দাদিরা তেল দিয়েই সারতেন এ সংক্রান্ত কাজ। ঠিক তেমনি প্রিয়াঙ্কা জানালেন তিনি তার রূপচর্চায় কোন তেল ব্যবহার করেন। খবর আনন্দবাজারের।
বিশেষজ্ঞরাও অনেক সময় ঘরোয়া উপায়ে ত্বকের যত্নের উপদেশ দিয়ে থাকেন। ঠিক প্রিয়াঙ্কাও এবার জানালেন একই কথা। বললেন, ত্বক ও চুলের যত্নে তিনি ভরসা রাখেন একমাত্র নারিকেল তেলের ওপর।
নারিকেল তেলে রয়েছে ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট। তাই খাঁটি নারিকেল তেল নিয়মিত মুখে মাখলে বয়স ধরে রাখা কোনও ব্যাপারই নয়। চোখের নীচে কালি দূর করতে আন্ডারআই ক্রিমের পিছনে টাকা খরচ না করে, ভরসা রাখতে পারেন নারিকেল তেলে। নাইট ক্রিমের বদলেও অনায়াসে নারিকেল তেল ব্যবহার করতে পারেন।
এটিএম/



Leave a reply