Site icon Jamuna Television

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩য় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯০ রান

ছবি: সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ৩য় ম্যাচে টাইগ্রেসদের সামনে ১৯০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ডের নারীরা। এর আগে এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

কেপটাউনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই নারীরা। টস জিতে ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েন বেরনাডিনে আর সুজি বেটিস। ২৬ বলে ৪৪ রান করা বেরনাডিনেকে স্বর্নার বলে স্ট্যাম্পিং করেন শামীমা সুলতানা। এরপর দলীয় ১০৭ রানে কিউই নারীদের জোড়া উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন ফাহিমা খাতুন। প্রথমে ১৬ রান করা এমিলিয়াকে কট এন্ড বোল্ড করেন ফাহিমা। পরের বলে অধিনায়ক সোফিকে বোল্ড করেন তিনি।

ছবি: সংগৃহীত

তবে এক প্রান্ত আগলে রেখে অপ্রতিরোধ্য ব্যাট চালিয়ে গেছেন ওপেনার সুজি বেটিস। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই প্রথম নারী যিনি বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত ৬১ বলে ৮১ রানের এক অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন বেটিস। যেখানে ছিল ৭টি চার আর ১টি ছয়ের মার। সাথে মেডি গ্রিনের ঝড়ো ২০ বলে ৪৪ রানে ৩ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় কিউই নারীরা।

/এ এইচ

Exit mobile version