Site icon Jamuna Television

পানির নিচে চুম্বনে বিশ্ব রেকর্ড (ভিডিও)

ছবি: সংগৃহীত

পানির নিচে দীর্ঘ চুমুর রেকর্ড করে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছেন এক দম্পতি। বিশ্ব ভালোবাসা দিবসে পুলের পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে তাদের চুম্বন করে রেকর্ড গড়েছেন এই দম্পতি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

দক্ষিণ আফ্রিকান বেথ নিল ও কানাডীয় মাইলস ক্লোওটিয়ার দম্পতি থাকেন দক্ষিণ আফ্রিকাতেই। পেশায় তারা দুজনই ডাইভার ও আন্ডারওয়াটার ফিল্মমেকার। তাদের একটি কন্যা সন্তানও আছে।

গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই যুগল ইতালীয় এক টেলিভিশন শো লো শো দেই তে হওয়া ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। সে সময় আরেক দম্পতি পানির নিচে ৩ মিনিট ২৪ সেকেন্ডের চুম্বনের রেকর্ড গড়েছিল।

এই চুম্বনের একটি ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেলে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, এই প্রেমিক যুগল পানির নিচে চুম্বনের নতুন রেকর্ড করেছে, আগে থেকেই তাদের যৌথ ভালোবাসা ছিল সমুদ্র।

/এনএএস

Exit mobile version