Site icon Jamuna Television

টানা তিন ম্যাচ হেরে টেবিলের তলানিতে বাংলাদেশের মেয়েরা

বোল্ড হচ্ছেন সোবহানা মোস্তারি। ছবি: সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ৩য় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে খেলার আশা ভেঙে গেছে বাংলাদেশের। গ্রুপ ওয়ানের পাঁচ দলের মধ্যে সবার নিচে বাংলাদেশের অবস্থান। নিউজিল্যান্ডের দেয়া ১৯০ রানের বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান সংগ্রহ করতে পেরেছে টাইগ্রেসরা। এর আগে এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খায় বাংলাদেশের মেয়েরা। সম্পূর্ণ ইনিংসে বাংলাদেশের পক্ষে দুই অংকের ঘরে রান করতে পেরেছে মাত্র ৩ জন। দুই ওপেনার শামিমা ও মুরশিদা আছেন সেই তালিকায়। উদ্বোধনী জুটিতে আসে ১৯ রান। শামিমা ১৪ রান আউট হন। ওপর ওপেনার মুরশিদার ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩০। ২২ বলে ৩১ রান করা স্বর্ণা চতুইর্থ উইকেট জুটিতে মুরশিদার সাথে গড়েন ৪৬ রানের জুটি। এরপর একের পর উইকেট পতনে কেবল অসহায় আত্মসমর্পণই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের এডেন কারসন নিয়েছেন ১৮ রানে ৩ উইকেট। তবে, ৮ উইকেটে ১১৮ রানই হচ্ছে কিউই নারীদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

ছবি: সংগৃহীত

এর আগে, কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে সুজি বেটসের ৬১ বলে অপরাজিত ৮১ এবং মেডি গ্রিনের ঝড়ো ২০ বলে ৪৪ রানে ৩ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় কিউই নারীরা। ম্যাচ সেরা হয়েছেন সুজি বেটস। আগামী ২১ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা।

/এম ই

Exit mobile version