Site icon Jamuna Television

করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা, চলছে গোলাগুলি (ভিডিও)

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। ওই হামলায় পর বর্তমানে অভিযান চলছে। খবর দ্য ডন’র।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শরিয়া ফয়সালে অবস্থিত করাচি পুলিশ প্রধানের অফিসে এই হামলা হয়। এই ঘটনার পর পরই সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।

মুরাদ আলি শাহ বলেছেন, পুলিশ প্রধানের অফিসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই অতিরিক্ত আইজি অফিসে হামলাকারীদের গ্রেফতার করা হোক।

এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে সদর থানা পুলিশও। এসএইচও,পিআই খালিদ হুসেন মেমন জানিয়েছেন, করাচি পুলিশ অফিসের কাছে সদর থানায় হামলা চালিয়েছে অজ্ঞাতরা। সেখানে সর্বত্র গুলি চলছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

/এনএএস

Exit mobile version