Site icon Jamuna Television

বিবিসির বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পেয়েছে ভারতের আয়কর অধিদফতর

বিবিসির বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করছে ভারতের আয়কর দফতর। দুই কার্যালয়ে অভিযান চালানোর তিনদিন পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেছে তারা। খবর এনডিটিভির।

বিবৃতিতে বলা হয়, বিবিসির মুম্বাই ও দিল্লির কার্যালয়ে অভিযান চালানোর সময় দুই শাখার অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছিল। সেসব নথিপত্র ঘেটে তারা এ সংক্রান্ত প্রমাণ পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের পর্যালোচনা চলছে। আয়কর ও তথ্য স্থানান্তরের উভয়ক্ষেত্রেই বড় ধরনের অনিয়ম ঘটেছে।

২০০২ সালের বহুল আলোচিত গুজরাট দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে গত ১৭ জানুয়ারি ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। তার এক সপ্তাহ পর, ২৪ জানুয়ারি প্রকাশ করা হয় সেই তথ্যচিত্রের দ্বিতীয় পর্ব।

এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। এরই মাঝে বিবিসির দিল্লি ও মুম্বাই শাখায় তল্লাশি চালালো ভারতের আয়কর দফতরের কর্মকর্তারা। এ সময় দুই কার্যালয়ের ব্যাংক হিসাবের নথিপত্র, ল্যাপটপ ও সংবাদকর্মীদের মোবাইল ফোন জব্দ করে কর্মকর্তারা।

এটিএম/

Exit mobile version