Site icon Jamuna Television

মালয়েশিয়া ফেরত ১৯ বাংলাদেশিকে নিয়ে চলছে লুকোচুরি (ভিডিও)

মালয়েশিয়া ফেরত ১৯ বাংলাদেশিকে নিয়ে যেন চলছে লুকোচুরি খেলা। বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও পাওয়া যায়নি তাদের একজনকেও। পরে জানা যায়, বিমানবন্দর থেকে অত্যন্ত গোপনে সরিয়ে নেয়া হয় তাদের। কথা বলতে দেয়া হয়নি গণমাধ্যমকর্মীদের সাথে। মালয়শিয়ায় পাঠানো প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড ওভারসিজ বলছে, ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে এমন ভোগান্তির।

গত ১৬ ফেব্রুয়ারি ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান ২৯ বাংলাদেশি যুবক। কিন্তু, কুয়ালালামপুর বিমানবন্দরে পা রাখতেই মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। মালয়েশিয়ার যে প্রতিষ্ঠানের জন্য লোক পাঠিয়েছিলেন বাংলাদেশের গ্রিনল্যান্ড ওভারসিজ। সেই প্রতিষ্ঠান ১০ জনকে গ্রহণ করলেও। বাকি ১৯ জনকে গ্রহণ না করায় ২দিন পর তাদেরকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

নিজেদের কর্মীদের ঢুকতে না দিয়ে, উল্টো দেশে ফেরত পাঠানোর ঘটনাকে ভুল বুঝাবুঝি বলছে গ্রিনল্যান্ড ওভারসিজ।

গ্রিনল্যান্ড রিক্রুটিং এজেন্সির এক কর্মকর্তা জানালেন, মালিক ব্যাপারটা এয়ারপোর্টে ইনফর্ম করেননি বলেই সমস্যাটা হয়েছে। আমরা ওদেরকে এক সপ্তাহ পরে আবার পাঠাবো, কোনো সমস্যা হবে না।

জমি বন্ধক আর গরু বিক্রি করে বিদেশ পাঠিয়েছেলেন ছেলেকে। কিন্তু ২ দিনের মাথায় হঠাৎ সন্তানের দেশে ফেরার খবরে একবুক হতাশা আর অনিশ্চিয়তা নিয়ে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনেরা।

কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষায় থাকলেও মালয়শিয়া ফেরতদের কারোর দেখা পাননি বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বা তাদের স্বজনদের কেউই।

প্রসঙ্গত, মালয়েশিয়া ফেরত ১৯ জন এয়ারপোর্টে ল্যান্ড করেছিলেন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায়। রাত ১২ বাজলেও তাদের কোনো হদিস ছিল না। খবর পাওয়া যাচ্ছে, তাদেরকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে গোপনে। কথা বলতে দেয়া হয়নি মিডিয়ার সাথে। প্রতারণা বা ভোগান্তির শিকার মানুষগুলোকে নিয়ে যারা এ লুকোচুরি করছে, তাহলে কি তারাই এর জন্য দায়ী? প্রশ্ন থেকেই যায়।

/এসএইচ

Exit mobile version