Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার টেস্টের নেতৃত্ব পেলেন বাভুমা

ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব আগেই পেয়েছিলেন টেম্বা বাভুমা। টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এতোদিন নেতৃত্ব দিচ্ছিলেন ডিন এলগার। কিন্তু শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এলগারকে সরিয়ে টেস্ট অধিনায়ক করা হয়েছে বাভুমাকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টসহ তিন সংস্করণেই প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল বাভুমার সামনে। তবে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকেই দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ৩২ বছর বয়সী এ ব্যাটার। বাভুমা নিজেও আর ২০ ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে চাইছিলেন না।

গত দু’বছর টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন এলগার। মোট ১৫টি টেস্টে অধিনায়ক ছিলেন তিনি। ঘরের মাঠে তার নেতৃত্বেই টেস্ট সিরিজ়ে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

কোচের পদ থেকে মার্ক বাউচার সরে যাওয়ার পর থেকেই দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছিল। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ়ে দলের বাজে পারফরমেন্সের পর আর দেরি করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এলগারকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো বাভুমাকে। অধিনায়কত্ব হারালেও খেলোয়াড় হিসেবে দলে থাকছেন এলগার। 

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরল্ড কুটসিয়া, টনি ডি জরজি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রিয়ান রিকেলটন।

/আরআইএম

Exit mobile version