Site icon Jamuna Television

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকায় মৃণাল

সাতক্ষীরা প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা করছেন কলকাতার মৃণাল দাস। গত ৭ ফেব্রুয়ারি ঘর ছাড়েন এ চিরকুমার। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের পর প্রতিদিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত হাঁটছেন মৃণাল। এ ভ্রমণে তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তা গ্রহণ করছেন।

পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা মৃণাল দাস পেশায় একজন গৃহশিক্ষক। ভাষার মাসে তার এ পদযাত্রা মূলত শহীদ স্মরণে।

মায়ের ভাষার জন্য রফিক, সালাম, জব্বারের ঋণ বয়ে বেড়াচ্ছে বাংলা ভাষাভাষী প্রজন্ম। যাদের আত্মত্যাগে বিশ্ব দরবারে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত তাদের প্রতি সম্মান জানাতে চান মৃণাল। এজন্য কলকাতা থেকে গত ৭ ফেব্রুয়ারি হাঁটতে শুরু করেন তিনি। সাতক্ষীরার ভোমড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর কেশবপুর হয়ে খুলনার চুকনগর। এরপর ডুমুরিয়া, গোপালগঞ্জ হয়ে গন্তব্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে।

পায়ে হাঁটা ভারতীয় নাগরিক মৃণাল দাস বললেন, ঢাকায় যে অনুষ্ঠানটি হয় সেটি বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বাংলা ভাষার প্রতি যে আবেগ-উন্মাদনা সেটি আমরা অনেক গুন বেশি লক্ষ করি।

সামান্য অর্থ সম্বল করে হেঁটে চলেছেন এ পথিক। চলতি পথে যাদের সাথে দেখা হচ্ছে তারাই মৃণালকে আপ্যায়ন করছেন। মুহূর্তেই জমে যাচ্ছে আলাপ। পদযাত্রার অভিজ্ঞতা ভাগাভাগি হয়ে যাচ্ছে পথচারীদের সাথে।

বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত মৃণাল বলেন, যেখানেই যাই সবাই অনুরোধ করছেন ‘খেয়ে যান দাদা’ বলে। বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এদেশের মানুষ একমুহূর্তের জন্যও বুঝতে দেননি যে আমি আলাদা কোনো দেশে আছি।

প্রসঙ্গত, আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন পশ্চিমবঙ্গের অতি দরিদ্র পরিবারে জম্ম নেয়া মৃণাল দাস। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সাথে ফুল দিয়ে তিনিও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সব শেষে পায়ে হেঁটেই কলকাতা ফেরার পরিকল্পনা তার।

/এসএইচ

Exit mobile version