Site icon Jamuna Television

মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশনে যাত্রী পরিবহন শুরু

ফাইল ছবি।

যাত্রী পরিবহনে খুলে দেয়া হয়েছে মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন। ৯টির মধ্যে চারটি স্টেশন থেকে এখন যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য ‘উত্তরা সেন্টার’ স্টেশনের দরজা খুলে দেয়া হয়। এর আগে, দিয়াবাড়ি, আগারগাঁও ও পল্লবী স্টেশন যাত্রী পরিবহনে উন্মুক্ত করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী ১ মার্চ মিরপুর-১০ স্টেশন খুলে দেয়া হবে। এটি হবে পঞ্চম স্টেশন। এরপর বাকি থাকবে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন। মার্চের মধ্যে এই ৪টি স্টেশনও চালুর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার কথা জানায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকায় মৃণাল

/এম ই

Exit mobile version