Site icon Jamuna Television

টসে জিতে ব্যাট করছে টাইগাররা

সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে টাইগারদের এ পর্যন্ত সংগ্রহ ১৩ দশমিক দুই বলে ১ উইকেটে ৫৮ রান। দলীয় ৩৫ রানে এনামুলকে ফেরান জেসন হোল্ডার।

এর আগে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানান মাশরাফি বিন মর্তুজা।

দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে স্বাগতিকদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। জেসন মোহাম্মদ ও আলজারি জোসেফের পরিবর্তে আজ খেলছেন কেইরন পাওয়েল ও সেলডন কটরেল।

আজও এনামুল বিজয়কে নিয়ে ইনিংস ওপেন করেন তামিম ইকবাল। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ৬ বলে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। ম্যাচ হারতে হয় ৩ রানে। সবশেষ ২০১৬ সালে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

Exit mobile version