Site icon Jamuna Television

মানহানিকর অভিযোগে আগুয়েরোর তিন শব্দে প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর এমন কিছু ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে, যা দেখে মনে হতে পারে তিনি কোনো পতিতালয়ে বসে সময় কাটাচ্ছেন। ছবিগুলোর ব্যাপারে কেবল তিন শব্দে প্রতিক্রিয়া ব্যক্ত করে রকম অভিযোগ উড়িয়ে দিয়ে আগুয়েরো বলেছেন, এরা সবাই বোকা।

অনলাইনে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবি দেখে মনে হতে পারে, বিখ্যাত টুইচ স্ট্রিমার ইবাই লানোসের সাথে স্পেনের ওরিহুয়েলার একটি পতিতালায়ে বসে আছেন সার্জিও আগুয়েরো। তবে, স্প্যানিশ সাময়িকী হোলা ডটকম প্রমাণ করেছে, একজন টুইটার ব্যবহারকারী বানিয়েছেন এসব ভুয়া ছবি।

বসে থাকেননি ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোও। তিনি টুইট করে বলেছেন, ‘দে আর সসেজেস’। আগুয়েরো মূলত লিখেছিলেন ‘সালচিচাস’ শব্দটি, যার শাব্দিক অর্থ সসেজেস। আর্জেন্টিনার ভাষায় শব্দটির অর্থ, বোকা। অনলাইনে বিভ্রান্তিকর ও ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে আগুয়েরোর মানহানির চেষ্টাকেই মূলত ‘বোকাদের কাজ’ বলে আখ্যা দিয়েছেন এই ম্যান সিটি কিংবদন্তি।

আরও পড়ুন: মাথায় আঘাত পেয়ে দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

/এম ই

Exit mobile version