Site icon Jamuna Television

গাজীপুরে বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে বর পক্ষের ভাঙচুর 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কনে পক্ষের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বর পক্ষের লোকেরা। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোসিংগা ইউনিয়নের খিলপাড়া (পশ্চিম) এলাকায় এ ঘটনা ঘটে।

কনের পিতা মো. তোতা মিয়া জানান, গত ১৪ই ফেব্রুয়ারি মূলাইদ গ্রামের আব্দুল সাহিদ ফকিরের ছেলে, রাকিব ফকিরের সাথে আমার মেয়ের বিয়ে দেই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে দেয়ার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু, বিয়ের কাবিন তিন লক্ষ টাকার ৫০ হাজার টাকা এদিন দেয়ার কথা থাকলেও বরপক্ষ ওই টাকা না দিয়ে আনুমানিক ১০ হাজার টাকা সমমূল্যের গয়না দেয়। এর জেরে মহিলা ঘটকের সাথে আমাদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে এক পর্যায়ে বরপক্ষের লোকজন বাড়ির মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে।

এ প্রসঙ্গে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, কনের পিতা বাদী হয়ে রাকিব ফকির, পিতা শাহিদ ফকির, সাহিদ ফকিরসহ অজ্ঞাতসহ ৮০-৯০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত-করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version