Site icon Jamuna Television

ঋণের সুদ হার পরিবর্তন করলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না: এফবিসিসিআই

ঋণের সুদ হার পরিবর্তন করলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বললেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব ব্যবসার সব খাতে পড়েছে। এ সময় করের হার কমানোর দাবিও জানান তিনি।

এফবিসিসিআই সভাপতির মতে, গ্যাসের দাম বাড়াতে হলে অন্য দেশের সাথে তুলনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত। ধীরে ধীরে বৃদ্ধি করলে সুবিধা হতো বলেও জানান তিনি। আরও বলেন, ৫ থেকে ৭ বছর আগেও বিদেশি বিনিয়োগের জন্য নানা বাধার সম্মুখীন হতে হতো। কিন্তু এখন বাংলাদেশ বিদেশিদের বিনিয়োগের জন্য প্রস্তুত।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে।

/এমএন

Exit mobile version