Site icon Jamuna Television

অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো: স্থানীয় সরকার মন্ত্রী

অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। বলেন, বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। জ্ঞানের এই অগ্রসরতাই সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে।

এ সময় তিনি বইপাঠের সাথে সাথে সবাইকে তথ্যপ্রযুক্তি জ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটসহ আধুনিক জ্ঞান অর্জন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত আলোকিত প্রজন্ম গড়ে তুলতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে ৮৭২টি পাঠাগারকে অনুদান প্রদান করছি এবং খুব দ্রুত এর পরিধি বৃদ্ধি করা হবে।

/এমএন

Exit mobile version