Site icon Jamuna Television

সিরিজে ২য় সেঞ্চুরি করলেন তামিম

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল।  সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে ১২0 বলে দুই ছয় আর সাত চারে শতক পূর্ণ করেন এই ওপেনার। একদিনের ম্যাচে বাংলাদেশী এই হার্ডহিটারের এটি ১১তম সেঞ্চুরি। পরে ১২৪ বলে ১০৩ করে বিশুর বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন তিনি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তামিম। ওই ম্যাচে ১৩০ রান করেছিলেন। ম্যাচও জিতে নিয়েছিলো বাংলাদেশ।

টেস্টের সাদা পোশাকে তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন ৮টি। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরমেটে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিও তার। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরমেটে দেশের হয়ে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরির মালিক তামিম ইকবাল।

এদিকে টস জিতে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। তিনি ম্যাচ সিরিজে ১-১ সমতায় রয়েছে।

Exit mobile version