Site icon Jamuna Television

চলে গেলেন আলিফ লায়লার সিন্দাবাদ খ্যাত শাহনেওয়াজ প্রধান

জনপ্রিয় টিভি সিরিয়াল আলিফ লায়লা’র সিন্দাবাদ খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। খবর পিঙ্ক ভিলার।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত ‘সিন্দাবাদ দ্য গ্রেট সেইলর’ চরিত্রে অভিনয়য় করে ব্যাপক জনপ্রিয়তা পান শাহনেওয়াজ। এছাড়া বলিউড, টিভি শোসহ ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সাথে কাজ করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version