Site icon Jamuna Television

শরীয়তপুরে আগুনে পুড়ে ছাই ১২টি দোকান

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের কাশিমপুর বাজারে আগুন লেগে মুদি, কনফেকশনারি, কাপড়সহ ১২টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস সূত্র জানায়, কাশিমপুর বাজার ব্যবসায়ীরা আগুনের বিষয়টি ফায়ারসার্ভিসকে জানালে খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এটিএম/

Exit mobile version