Site icon Jamuna Television

গভীর বঙ্গোপসাগরে ডাকাতি; ৯ জেলে নিখোঁজ, মালামাল লুট

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ‘এফবি ভাই ভাই’ নামে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রলারের মাঝিসহ আট জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

ট্রলারের সহকারী মাঝি নুর মোহাম্মদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার রাত দশটার দিকে মহিপুর থেকে বাজার সদাই নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য এফবি ভাই ভাই ট্রলারটি রওয়ানা দেয়। রাত দুইটার দিকে পায়রা বন্দর এলাকা থেকে গভীরে গেলে পেছন দিক থেকে একটি ট্রলার জোরে ধাক্কা দিয়ে ‘এফবি ভাই ভাই’ ট্রলারে ডাকাতদের আট দশ জনের একটি দল উঠে গুলি ও এলোপাতাড়ি কোপ শুরু করে। এসময় খোকন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। এছাড়াও ট্রলারের মাঝি শফিক, কাইয়ুম জোয়াদ্দার, ইয়াসিন জোয়াদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল হাই, আব্দুল আলীম ও ফরিদ মিয়াকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয় ডাকাতদল। এরপর বাকি ৯ জেলেকে জিম্মি করে জাল-দড়ি বাজার সদাইসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জিম্মি করা জেলেদের মধ্যে মধু ও আব্দুল হকের অবস্থা আশঙ্কাজনক। ট্রলার মালিকসহ সকল জেলেদের বাড়ি বরগুনা জেলার নলী গ্রামে।

মোস্তফা চৌধুরী আরও জানান, ডাকাতি করে যাওয়ার সময় ডাকতরা ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায়। এরপর ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এসে শনিবার বিকেল সাড়ে চারটায় মালিক সমিতিকে অবহিত করে।

এ ব্যাপারে র‍্যাব-৮’র লেফটেনেন্ট কর্নেল মাহমুদ বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির খবর শুনেছি। ট্রলার মালিক সমিতির সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এটিএম/

Exit mobile version