Site icon Jamuna Television

রোম্যান্স কিং থেকে এবার অ্যাকশন হিরো হতে চান শাহরুখ

বলিউডে শাহরুখের আরেকটি নাম প্রচলিত রয়েছে। আর তা হলো রোম্যান্স কিং। এর কারণ, ক্যারিয়ারের শুরু থেকেই রোম্যান্টিক ছবিতে শাহরুখ দিয়েছেন ভক্তদের অন্যরকম এক অনুভূতি। সে ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে শুরু করে, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, কিংবা ‘ভির জারা’। প্রতিটি ছবিতেই শাহরুখ তার রোম্যান্টিক অবতারের জন্য কুড়িয়েছেন প্রশংসা।

তবে এবার মনে হচ্ছে, তিনি তার পুরনো খোলস ছেড়ে নতুন এক পরিচয়ের খোঁজে রয়েছেন। তাই তো পাঠানে তাকে দেখা গেছে অ্যাকশনধর্মী লুকে।

সম্প্রতি শোনা যাচ্ছে, শাহরুখ নিজের পরবর্তী ছবি ‘জওয়ান’ এ আরও এক ধাপ এগোতে চান। ইতোমধ্যেই ১৩০ দিনের শুটিং শেষ করে ফেলেছেন তিনি। বাকি আরও ৩০ দিনের কাজ। শেষ কয়েক দিনেই দক্ষিণি তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে ‘চেজ় সিকোয়েন্স’ শুট করতে চলেছেন বলিউডের ‘পাঠান’।

‘জওয়ান’ ছবির হাত ধরে সর্বভারতীয় স্তরের ছবিতে পা রাখতে চলেছেন শাহরুখ। চলতি বছরের ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে একাধিক অ্যাকশন দৃশ্যের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় পিছিয়ে দেয়া হচ্ছে ছবি মুক্তির তারিখ।

এটিএম/

Exit mobile version