Site icon Jamuna Television

বাংলাদেশের সিরিজ জয়, তামিমের সেঞ্চুরি

তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। তামিম ইকবালের ১১তম সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩০১ রান করে টাইগাররা। জবাবে ২৮৩ রানে থামে স্বাগতিকরা।

সেন্ট কিটসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানে জেসন হোল্ডারের বলে আউট হন এনামুল বিজয়। এরপর সাকিবকে নিয়ে একশ’র কোটা পার হন তামিম।

ব্যক্তিগত ৩৭ রানে ফেরেন সাকিব আর মুশফিক ১২ রানে। তবে ১২০ বলে সিরিজের দ্বিতীয় এবং ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি তামিম।

শেষদিকে মাহমুদুল্লাহর অপরাজিত ৬৭ ও মাশরাফীর ৩৬ রানে তিনশ’ পার হয় বাংলাদেশ। শেষ ১০ ওভারে আসে ৯৬ রান। ক্যারিবিয় ইনিংসে ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ের মুখে পড়ে টাইগার বোলাররা।

মাঝে এভিন লুইসকে মুশফিকের ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু দেন মাশরাফী। ৭৩ রান করা গেইলকে থামান রুবেল। রোভম্যান পাওয়েল ৭৪ করে বিপদের সম্ভাবনা জাগালেও ৪৯তম ওভারে রুবেল হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়েই হাতের মুঠোয় চলে আসে জয়।

ফলে ৯ বছর পর এশিয়ার বাইরে কোন সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তামিম।

Exit mobile version