Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেল সেকশনের গঙ্গাসাগর স্টেশনের দক্ষিণ রেল সেতুর ওপর থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান, সকালে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাই। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার বলেন, ধারণা করা হচ্ছে সেতু পার হওয়ার সময় আখাউড়া-কুমিল্লা রেলপথে চলাচলকারী রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে তার মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশ।

এসজেড/

Exit mobile version