ভূমিকম্পে বিপর্যস্ত সিরিয়া। ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। এরই মধ্যে সিরিয়ার দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এ হামলা চালানো হয়। এতে মৃত্যু হয়েছে ৫ জনের। খবর আরব নিউজের।
রোববার সিরিয় সেনাবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য। রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্র ঘনবসতিপূর্ণ ওমায়েদ স্কয়ারে ছোঁড়া হয় রকেট। এতে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন। তেল আবিবের দাবি, তাদের টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি। এলাকাটিতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ভবনের পাশাপাশি রয়েছে বহু আবাসিক ভবন।
এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। পশ্চিমাদের দাবি, স্থানীয় বেশ কয়েকটি প্যারামিলিটারি গ্রুপ নিয়ন্ত্রণ করে তেহরান। তাদের নিয়মিত অস্ত্র সরবরাহও করে। অন্যদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে লড়তে দেশটিতে অবস্থান করছে হিজবুল্লাহ গোষ্ঠীর হাজার হাজার সদস্য। গত কয়েক বছরে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আকাশপথে কয়েকশ’ হামলা চালিয়েছে ইসরায়েল।
এসজেড/

