Site icon Jamuna Television

ঢাকা আসছেন হাথুরুসিংহে, শুরু হচ্ছে ‘দ্বিতীয় ইনিংস’

ফাইল ছবি।

টাইগারদের কোচিং’এ দ্বিতীয় ইনিংস শুরু করতে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) ঢাকা আসছেন চান্দিকা হাথুরুসিংহে। সিডনি থেকে ঢাকায় আসার কথা রয়েছে তার।

এর আগেও বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছিলেন এই শ্রীলঙ্কান। কিন্তু ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় বিসিবিকে জানিয়ে দেন, তিনি আর দায়িত্ব পালন করবেন না। এরপর নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিলেও সুখকর হয়নি সে স্মৃতি। এরপর সিডনিতে ফিরে হাথুরুসিংহে কাজ করেন নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে।

রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর আবারও হাথুরুর সাথে যোগাযোগ হয় বিসিবির। ব্যাটে-বলে মিলে গেলে হাথুরুসিংহের সাথে দুই বছরের চুক্তি করে বিসিবি। ট্যাক্স ছাড়া প্রতি মাসে ২৫ হাজার ডলার বেতনে কাজ করবেন এই কোচ। ইংল্যান্ড সিরিজ ঘিরে ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা জাতীয় দলের ক্যাম্প। এর মধ্যে তামিম ইকবালের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের ওয়ানডে দল।

/এম ই

Exit mobile version