Site icon Jamuna Television

দেশে গণমাধ্যমের বিকাশ হয়েছে কিন্তু উন্নতি হয়নি; তথ্যমন্ত্রীর মন্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

দেশে গণমাধ্যমের বিকাশ হয়েছে ঠিকই, কিন্তু মানের উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সব দিকে তাদের নজর দিতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন করে অসঙ্গতি তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, ভুল ত্রুটি তুলে আনা দরকার কিন্তু, খেয়াল রাখতে হবে কারো যেন ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না হয়।

তথ্যমন্ত্রী আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। মানুষের ডিজিটাল নিরাপত্তা দিতে এই আইনের দরকার আছে। তবে, কেউ যেন হয়রানি না হয়, সেদিকে নজর রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনতা ভোগ করে, মতপ্রকাশের যেরকম স্বাধীনতা আছে; তা অনেক দেশেই নেই। আমি আশা করবো, গণমাধ্যম কেবল আমাদের বিনোদনই দেবে না, আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখবে।

/এম ই

Exit mobile version