Site icon Jamuna Television

ওমানে ৪.১ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে দেশটিতে এ ভূকিম্পন অনুভূত হয়। খবর খালিজ টাইমস’র।

রয়েল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের কাছে ফোন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা আহতের খবার পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পে কোথাও ক্ষতির খবর শোনা যায়নি।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মৃত্যের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

/এনএএস

Exit mobile version