Site icon Jamuna Television

চলে গেলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নন্দমুরি রত্ন

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নন্দমুরি তারকা রত্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তার এ অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু সিনেমা অঙ্গনে। খবর জি নিউজের।

খবরের সূত্র অনুযায়ী, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেংগালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গেল মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন তিনি।

২০০২ সালে ‘ওকাতো নাম্বার কুরাডো’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে তারকা রত্নর। বেশ কয়েকটি তেলেগু সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে ‘নাইন আওয়ার্স’ নামে একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তাঁর। গত বছর ‘সারাদি’ ও ‘এসফাইভ নো এক্সিট’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version