Site icon Jamuna Television

উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছে তুরস্ক

২ সপ্তাহ আগে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিহত ও আহতদের উদ্ধারে অভিযান শেষ করতে যাচ্ছে তুরস্ক। দেশটির দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা জানায়, বেশিরভাগ প্রদেশে উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ করে ফেলেছেন তারা। খবর আল জাজিরার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানায়, বেশিরভাগ অঞ্চলেই উদ্ধার অভিযান প্রায় শেষের পর্যায়ে। তারা মনে করছেন, আগামীকাল রাতের ভেতর উদ্ধার অভিযানের ইতি টানতে পারবেন।

গেলো ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর চেয়েও বেশি মানুষ হয়েছেন আহত ও বাস্তুচ্যুত।

এটিএম/

Exit mobile version