Site icon Jamuna Television

২৬০ কেজি ওজন কমালেন যুবক

ছবি: সংগৃহীত

সম্প্রতি কেচি কিং নামের এক যুবক ২৬০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। কীভাবে তিনি ওজন কমিয়েছেন সেই ঘটনা শেয়ার করেছেন। খবর জিও নিউজ’র।

তিনি এতো মোটা ছিলেন যে গোসল করতে গিয়ে বাথরুমে দীর্ঘ ১১ ঘণ্টা আটকে ছিলেন। এ ঘটনা ২০১৪ সালের। তখন তার ওজন ছিল ৩৫৫ কেজি।

তিনি বলেন, বাথরুমে আটকে যাওয়ার পর আমি ঈশ্বরকে ডাকছিলাম। সবকিছু অন্ধকার মনে হচ্ছিল। আমি বের হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো ভাবেই বের হতে পারছিলাম না।

কিং বলেন, আমি যখন তরুণ বয়সে ছিলাম তখন আমার জীবন খুব সহজ ছিল না। সমাজ থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার বন্ধুর সংখ্যা কম ছিল। তবে খাবার আমার বেশ পছন্দের ছিল।

পরে ওজন কমানোর জন্য ওষুধ নেয়া শুরু করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অতিরিক্ত মোটার কারণে সে নিজের পোশাকও পরতে পারত না।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত জিমে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করি। কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজন কমাতে সক্ষম হয়েছি।

/এনএএস

Exit mobile version