Site icon Jamuna Television

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন আর নেই

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সমবায় ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মনির হোসেন মারা গেছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন মনির হোসেন। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নিজ গ্রামে ঈদগাহ ময়দানে এদিন বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক করবস্থান তাকে দাফন করা হয়।

/এমএন

Exit mobile version