Site icon Jamuna Television

ভবনের নিচেই স্বজনদের আহাজারি

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুনের খবর জানার পরেই ভবনটির নিচেই এসে ভবনে অবস্থানরত লোকদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এ ঘটনায় ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ৩ জন মহিলাসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ৩ জন আহত হয়েছেন। আর আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অনেকে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজের তদারকিতে যোগ দিয়েছেন তিনি।

/এনএএস

Exit mobile version