Site icon Jamuna Television

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মুন্সিগঞ্জ ও রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, দু’জনই মাদক ব্যবসায়ী।

র‍্যাব ১১’র ভাষ্য,  শ্রীনগরের ছত্রভোগ এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে মাদক বিক্রেতারা। র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হয় হত্যা-ডাকাতিসহ ১১ মামলার আসামি সোহরাব। উদ্ধার করা হয় গুলি ভর্তি একটি পিস্তল, ইয়াবা ও মাদক বিক্রির টাকা।

এদিকে, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নবডাঙ্গা গ্রামে র‍্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি।

Exit mobile version