Site icon Jamuna Television

ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইউক্রেনে প্রায় এক বছর ধরে চলা রুশ আগ্রাসনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের দাবি, পুতিন বাহিনী ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন করেছে। খবর রয়টার্সের।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেশটির ভাইস প্রেসিডেন্ট এ দাবি করেন। তিনি বলেন, আইন অনুযায়ী সব ধরনের প্রমাণ পরীক্ষা করা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে সেখানে তারা যুদ্ধপরাধ সংঘটিত করেছে।

হুঁশিয়ারি দিয়ে কমলা হারিস বলেন, যারা এসব অপরাধ করেছে এবং যারা এর সাথে জড়িত, তাদের জবাবদিহি করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধ হওয়ায় রাশিয়া এখন দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এটিএম/

Exit mobile version