Site icon Jamuna Television

ভূমিকম্পে ৪৭ হাজার ছাড়ালো মরদেহ উদ্ধারের সংখ্যা

ভূমিকম্প দুর্গত দেশগুলোয় ৪৭ হাজার ছাড়ালো মরদেহ উদ্ধারের সংখ্যা। শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি প্রাণহানির তথ্য দিয়েছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। খবর এপির।

দেশটিতে তিন লাখ ৪৫ হাজার ঘরবাড়ি-স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রোববার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জীবিতদের সন্ধান এবং উদ্ধার তৎপরতা বন্ধ করেছে তুরস্ক। তবে কাহামানমারাশ ও হাতয় প্রদেশে চলবে তল্লাশি। কারণ- অলৌকিকভাবে দুটি এলাকা থেকে ভূমিকম্পের ৩০০ ঘণ্টা পরও উদ্ধার হয়েছেন অনেকে। সুতরাং আশা ছাড়তে রাজি নন উদ্ধারকর্মীরা।

এদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজারের কাছাকাছি। আহত অবস্থায় চিকিৎসাধীন সাড়ে ১২ হাজারের মতো বাসিন্দা। ধারণা করা হচ্ছে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় দু’হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে দুর্গত এলাকাগুলোর জন্য আরও ১০০ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করলো যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version