Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১০ জনের। আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে জনপ্রিয় পর্যটন নগরী লম্বকে অনুভূত হয় এই ভূকম্পন। স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড। ইউরোপীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, ভূমি থেকে মাত্র ৪ মাইল গভীরে ছিলো কম্পনের কেন্দ্রস্থল। এক ঘণ্টার ব্যবধানে, মাঝারি মাত্রার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। অবশ্য কোন সুনামি সর্তকতা জারি করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি-স্থাপনা ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীদের শঙ্কা, ধ্বংসস্তুপের নীচে অনেকে চাপা পড়েছেন।

Exit mobile version