Site icon Jamuna Television

মাদক কে না, ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মাদক ছেড়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে মানিকগঞ্জে প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ শেষে এই গাছের চারা বিতরণ করা হয়।

রোববার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নেতৃত্বে প্রথমে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য রালি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে  জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন ইউনিট, স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

পরে শহীদ স্মৃতিস্তম্ভে মাদক বিরোধী সমাবেশে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। মাদকসেবী, ব্যবসায়ী ও গডফাদার কাউকে ছাড় দেয়া হবে না। তাই এখনো সময় আছে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদক ছেড়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিসহ অনেকেই বক্তব্য রাখেন।

Exit mobile version