Site icon Jamuna Television

পাঠান’র দাপটে পেছালো কার্তিকের ‘শেহজাদা’র মুক্তি? মুখ খুললেন এবার

পাঠান ঝড়ের মাঝেই মুক্তি পেল কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘শেহজাদা’। ছবি মুক্তির দিন ছিল ১০ ফেব্রুয়ারি। অথচ মুক্তি পেল ১৭ তারিখে। হঠাৎ কেন পিছিয়ে দেয়া হল ছবি মুক্তির তারিখ। এবার নিয়ে মুখ খুললেন কার্তিক। খবর আনন্দবাজারের।

এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, সিদ্ধান্ত পুরোটাই নির্মাতাদের। এছাড়া আমিও তো শাহরুখ খানের ভক্ত। আমি আসলে কোনো তুলনা টানতে চাই না। কোন ছবিটা ছোট, কোন ছবিটা বড়। কিন্তু যখন একটা ছবি প্রেক্ষাগৃহ এমন ভালভাবে চলছে, সেই সময় অন্য ছবি না আসাই ভাল। সেই জন্যই নির্মাতারা এই সিদ্ধান্ত নেন। এ ছাড়াও খুব বেশি দিন তো নয় মোটে এক সপ্তাহ পিছিয়ে ছিল। তাতে কোনো সমস্যা হওয়ার কথা না।

২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’র সাফল্যের পর এ বছর ‘শেহজ়াদা’ দিয়ে বড় পর্দায় ফিরলেন কার্তিক আরিয়ান। মনে করা হয়েছিল ছবিটি অনেক ভালো করবে। কিন্তু সে অনুযায়ী দর্শক টানতে পারছে না ‘শেহজ়াদা’। প্রথম তিনদিনে ছবিটি আয় করেছে মোটে ১২ কোটি রুপি।

এটিএম/

Exit mobile version