Site icon Jamuna Television

আন্তর্জাতিক আণবিক সংস্থার অভিযোগের জবাব দিল ইরান

৮৪ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা-আইএইএ’র এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্রের দাবি, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই তেহরানের। অন্যদিকে আইএইএ বলছে, ২০১৫ সালের চুক্তির শর্ত উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তেহরান। এই ইস্যুতে দেশটির সাথে আলোচনা করতে চায় বলেও জানায় সংস্থাটি।

তবে তেহরানের দাবি, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আইএইএ। ছয় বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় ইরান।

প্রসঙ্গত, একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য শতকরা ৯০ ভাগের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন।

এটিএম/

Exit mobile version