Site icon Jamuna Television

বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চায়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, দেশেও সেভাবে ভোট হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার কেবল পাকিস্তানে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার পতন আন্দোলন করতে গিয়ে বিএনপি নিজেরাই জনবিচ্ছিন্ন ও জনশত্রু হয় গেছে।

/এমএন

Exit mobile version