Site icon Jamuna Television

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত

সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ সিনিয়র আইনজীবীরা এতে অংশ নেন।

এর আগে, সকালে ধানমন্ডির বাইতুল আমান মসজিদে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্যারিস্টার হুদার স্বজন-প্রতিবেশীরা।
দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেয়া হচ্ছে নবাবগঞ্জের দোহারে। বাদ আসর সেখানে জানাজা শেষে বাদ মাগরিব সবশেষ জানাজা হবে নিজ গ্রাম শাইনপুকুরে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জেষ্ঠ্য এই রাজনীতিবিদ ও আইনজীবিকে।

গতকাল রোববার রাত দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

/এমএন

Exit mobile version