Site icon Jamuna Television

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি দফতরে এ মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। সীমান্তের বিভিন্ন অঞ্চল থেকে ২০২১ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মাদক জব্দ করে বিজিবি।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার মদ পাঁচ হাজার ৭৮১ বোতল, গাজা ২৪৩ কেজি, ফেন্সিডিল ১১ হাজার ৭৮৯ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৭ হাজার ৭৮৬ পিচ, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৩৫ হাজার ৪৬৫ পিসসহ বিভিন্ন ধরনের মাদক।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ বলেন, সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। আমাদের সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ করলেই মাদক নির্মূল সম্ভব নয়। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ মাদকের চাহিদাও বন্ধ করতে হবে। একটি দেশের সমাজকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। সেকারণে মাদকের কুফলের দিকও সমাজে তুলে ধরতে হবে।

মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ। এ সময় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর গালিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএইচ/

Exit mobile version