Site icon Jamuna Television

থাইল্যান্ড নির্বাচন: জয় পেতে ৩ দিনে ৫ প্রদেশে প্রচারণা থাকসিন কন্যার

থাইল্যান্ডের আসন্ন নির্বাচনে জোর প্রচারণায় নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতোংতার্ন। তিন দিন ধরে পাঁচটি প্রদেশে প্রচারণা চালাচ্ছেন থাকসিন কন্যা। ফেউ থাই পার্টির এই নেতাকে দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন অনেকেই।

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে পারে দেশটির নির্বাচন। ক্ষমতায় এলে দলের অসমাপ্ত কাজগুলো করবেন বলে প্রতিশ্রুতি দেন থাকসিন কন্যা। সেই সাথে রাজনীতিতে স্থিতিশীলতা এনে দেশকে উন্নয়নের পথে নেওয়ার আশ্বাসও দেন তিনি।

২০০১ সালে ক্ষমতায় আসার পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। ধারণা করা হচ্ছে, কন্যাকে দলের দায়িত্ব দিয়ে আবারো রাজনীতিতে সক্রিয় হচ্ছেন থাকসিন।

এসজেড/

Exit mobile version