Site icon Jamuna Television

হঠাৎ ইউক্রেন সফরে জো বাইডেন

ঝটিকা সফরে ইউক্রেন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই আজ সোমবার ইউক্রেন সফরে গেছেন তিনি। খবর বিবিসির।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রথমবারের মতো দেশটি সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন বিশেষ গুরুত্বপূর্ণ অতিথি আসতে পারেন। ইউক্রেনের রাজনীতিবিদ লেসিয়া ভ্যাসিলেঙ্কো নিশ্চিত করেছেন, ওই অতিথি হচ্ছেন বাইডেন।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। এতে দুই পক্ষের বহু হতাহত হলেও যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ইউএইচ/

Exit mobile version