Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে গোলাম সাব্বির, হরমুজ আলী ও আব্দুস সাত্তার কারাগারে আছেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারেরও নির্দেশ দেয়া হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালে হত্যা, অপহরনের ৬টি অভিযোগ আনা হয়। এই মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এ এ হান্নানসহ তি নজন বিচার চলাকালীন অবস্থায় মারা যান।

/এমএন

Exit mobile version